চলে যাবো তোর জীবন থেকে অনেক দূরে
সেই সীমানায়,
অন্তহীনা আকাশ যেথায় ছুঁয়েছে মাটি
নীল বেদনায়।
এবার না হয় স্মৃতির পাহাড় হৃদয় থেকে
ফেলিস ধুয়ে,
সতত মোর দৃষ্টি তবু তোর উঠোনে
থাকবে নুয়ে।
মেঘ হয়ে তোর সূর্যটাকে করবো আড়াল
প্রখর রোদে,
বর্ষণে মোর স্নান করাবো স্বস্তি দেবো
মর্মবোধে।
নয়তো হবো তোর কাননে গা জুড়ানো
দখিন হাওয়া,
জুড়িয়ে দেবো তোর তনু মন নিত্য করে
আসা যাওয়া।
পাহাড় হয়ে করবো আটক তোর জীবনের
দমকা হাওয়া,
চাঁদের আলোয় পথ দেখাবো এটাই আমার
নিত্য চাওয়া।
সূর্য যেমন জ্বলছে নিজে,করছে ভূবন
আলোকিত,
তেমনই আমি শুষে নেবো তোর জীবনের
আঁধার যতো।
---------++++++++-----------