শত্রুর সাথে প্রেম
- ইয়ামিন বসুনিয়া
মুখ দেখে তোর দিন শুরু হয়
পাই যে ভেবে সুখ,
মনের কোণে খুব দোলা দেয়
তোর সে মায়া মুখ।
সারাটা দিন তোর ছায়াটা
আমার সাথে ঘুরে,
সাধ্য আমার হয় না কভু
রাখতে তোকে দূরে।
ঝগড়া যতই করি তবু
তোকেই ভালোবাসি,
তোর সোহাগী বকা খেতে
আবার ফিরে আসি।
যতই রাগিস, ঘৃণা করিস
নেইতো কোন লাভ,
তোর সাথে যে জনম জনম
রইবে আমার ভাব।
আমি ছাড়া কে আর আছে
তোকে এমন বোঝে,
বাঁধন ছিড়ে দূরে গেলেও
আবার তোকে খোঁজে।
না হয় আমি রাগের বশে
দুইটা কথা বলি,
ক্ষণিক পরে তোর এই পাগল
সবকিছু যায় ভুলি।
তুইতো প্রিয় শত্রু আমার
বন্ধু হলেও তুই,
ঝগড়া হলেও থাকিস সাথে
রাতে যখন শুই।
মারিস - কাটিস ইচ্ছে মত
যাস না শুধু ভুলে,
ছায়ায় রাখিস মায়া দিয়ে
তোর কোলেতে তুলে।
------++++++------