তুমি সবিতা তুমি কবিতা
তুমি ঝর্ণার মতো চঞ্চল।
তুমি বুলবুলি রাখো চুল খুলি
করো প্লাবিত হৃদয় অঞ্চল।
তুমি অবিরল তুমি অনাবিল
তুমি আলোকিত পথ-প্রান্তর।
তুমি সতত তুমি শাশ্বত
তুমি হরন করো এ অন্তর।
তুমি উদাসিনী, তুমি স্রোতস্বিনী
তুমি প্রকৃতির মতো সুন্দর।
তুমি উর্বশী তুমি ওই শশি
তুমি তারকা খচিত অম্বর।
তুনি নির্ঝর তুমি সরোবর
তুমি হরিণীর মতো চনমনা।
তুমি চাতকী তুমি কেতকী
তুমি কিশোরীর মতো উন্মনা।
তুমি সুহাসিনী, তুমি আদরিনী
তুমি কামিনীর মতো সৌরভ।
তুমি রূপবতী তুমি মায়া জ্যোতি
তুমি আমার প্রেমের গৌরব।
-