গাছের ডালে একটা পাখির বাসা
খড়কুটোতে বাধলো যেন খাসা।
হঠাৎ দেখি ডিম পেড়েছে যেই
পাখি দু' টোর খুশির সীমা নেই।
মা পাখিটা দিচ্ছিল তায় তা
ক'দিন পরেই ফুটলো পাখির ছা।
ছানাগুলোর নেইতো গায়ে লোম
মা পাখিটা গা দিয়ে দেয় ওম।
হঠাৎ যেন না নিয়ে যায় কাকে
মা পাখিটা খুব পাহাড়ায় রাখে।
রাখছে সদা বাচ্চাগুলোর খোঁজ
সন্ধ্যা-সকাল খাবার খোঁজে রোজ।
দেখলো হঠাৎ সবুজ পাতার ফাঁকে
একটা পাখি করুণ সুরে ডাকে।
বিপদ বুঝি, তাইতো অমন কাঁদে,
কাছে যেতেই আটকে গেলো ফাঁদে।
শিকারী তো দারুণ মজায় হাসে,
বাচ্চা কাঁদে, মা কেন না আসে?
মা'টা মরার মাত্র দু'দিন পরে
বাচ্চাগুলো ক্ষুধায় গেলো মরে।
মানুষ এমন স্বেচ্ছাচারী হলে
সমাজ তখন যায় যে রসাতলে।
হটকারিতা ছাড়বে তুমি যবে
আপনা থেকেই সমাজ সুখি হবে।