পেত্রার্কীয় সনেট
মিলবিন্যাসঃ
অষ্টক-২টি=চতুষ্ক (কখখক, কখখক) ষটক-২টি =ত্রিপদিকা (গঘগ, ঘগঘ)
***************************
গভীর নিশিতে যবে চোখ ভরা ঘুম,
ফোনের ওপাশ থেকে বলো শুভ রাত,
ফোন রেখে বিছানায় হয়ে যাই কাত,
স্বপনের মাঝে এসে দিয়ে যাও চুম।
দু'হাতে জড়িয়ে ধরে আদরের ধুম,
সারা নিশি মাখামাখি, খাইনি তো ভাত।
তুমিময় রাত শেষে ফুটে যে প্রভাত।
আষাঢ়ে মাতাল দেয়া ঝরে ঝুমঝুম।
অকারণে কেন বলো এসে চলে যাও,
চাঁদমুখী ছলনায় শুধু বারেবারে,
আমারে কাঁদিয়ে বুঝি ভারি সুখ পাও,
পোড়াতে আমায় কেন আসো মোর দ্বারে?
মায়াবতী বলো আজ আসলে কী চাও?
এপারে না পাই যদি চাই ওই পারে।
--------++++++--------