স্বপ্নঃ
চোখের ঝিলে আকাশ হারায়,
মানুষ নাকি জ্বীন?
উদাসী সেই মেঘের মায়ায়
আজ হারাবার দিন।
জাগে তোমায় পাওয়ার সাধ
ভেঙে পাহাড় সমান বাঁধ।
নারীঃ
ভিনদেশী ওই পুরুষ দেখে
লুকিয়ে রাখি মুখ,
অজানা এক প্রীতির টানে
কাঁপছে কেন বুক?
চোখের দৃষ্টি নজর কাড়ে
আমায় ডাকছে বারেবারে।
স্বপ্নঃ
রক্তপলাশ ঠোঁটের আদর
সঙ্গোপনে ডাকে,
উদাস আমায় হারিয়ে খুঁজি
জোড়া ভুরুর বাঁকে।
ও লো স্বপ্নে দেখা নারী
বলো কোথায় তোমার বাড়ি?
নারীঃ
শহর থেকে দখিন পাশে
সড়ক থেকে বায়ে,
আমবাগানের পাশেই বাড়ি
হিজলতলী গাঁয়ে।
এতো জানতে চাওয়া কেন?
সেথায় দেখতে যাবে যেন?
স্বপ্নঃ
তোমার বাঁকা ঠোঁটের হাসি,আর
ঝুমকোজবা কানে,
আমার কাঁপন ধরায় বুকে,যেন
হ্যাঁচকা জোরে টানে
তোমার গাঁ দেখে কি লাভ?
চাই তোমার সাথে ভাব।
নারীঃ
অমন করে আর বলো না
লাগছে বুকে ভয়,
পাড়ার লোকে দেখলে পরে
কি জানি কি হয়!
আমার মনটা বড়ই সাদা
তাই পথে পথেই বাঁধা।
স্বপ্নঃ
তোমার ঠোঁটের নীচে তিল, আর
মেঘের মতন চুল,
বেণির মাথায় পড়িয়ে দেবো
দোলনচাঁপা ফুল।
আসে আসুক যতই ঝড়
তোমায় করবো নাকো পর।
নারীঃ
হৃদয় আমার উথলে ওঠে
প্রেম জোয়ারের বানে,
লৌকিকতা, সমাজ আমায়
কেবল পিছু টানে।
তোমার সঙ্গী হবো তবু
বলো দুখ দেবে না কভু?
স্বপ্নঃ
রাখবো তোমায় বুকের ঘরে
আমার থাকো যদি,
এক নিমিষেই পাড়ি দেবো
উথাল পাথাল নদী।
দিয়ে ভালোবাসার চাদর
তোমায় করবো শুধু আদর।
নারীঃ
আকাশ বাতাস সাক্ষী রেখে
তোমায় দিলাম মন,
তুমিই আমার মনের মানুষ
তুমিই আপনজন।
নাগর হাতটা আমার ধরো
এবার আমায় আপন করো।
স্বপ্নঃ
প্রিয়ার হাতে হাতটা রেখে
জড়াই বাহু ডোরে,
মুয়াজ্জিনের আজান শুনি
আমি ঘুমের ঘোরে।
এমন স্বপ্নে কেন আসো?
কেন মিথ্যে ভালোবাস?
আমার স্বপ্নে দেখা নারী
আজ তোমার সাথে আড়ি।
------++++++------