শেকড়ের টানে
      - ইয়ামিন বসুনিয়া
************************
এমন করেই একটু করে,
একটু করে যাচ্ছে দূরে আপন মানুষ।
শ্বাপদ সময় খাচ্ছে গিলে,
হচ্ছে ঢিলে বাধনগুলো
স্বপ্নগুলো হচ্ছে ফানুস,
যাচ্ছে উড়ে কোন সুদূরে,
লোকান্তরে....

স্বপ্নগুলোয় জমছে ধুলো
মিথ্যে নিছক অবহেলায়,
অস্ত বেলায়.....
দলিলগুলোও যাচ্ছে পুড়ে
হিংসা-রাগের হোমানলে,
জলের তলেও জ্বলছে আগুন দ্বিগুণ বেগে।
এমন দহন!
যায় না দেখা যায় না সহন।
খাচ্ছে কুড়ে,
কুড়েকুড়ে সন্দেহ নাম ঘুণপোকারা।
হৃদয় সহ বুকের জমিন
হচ্ছে নিলাম নুনের দামে।

ভালোর ক্ষেতে ভুলের আবাদ,
বেজায় ফলে।
ভুল জমিয়ে গড়ছে পাহাড়,
ভুলটা যে কার, কেউ বোঝে না।
কেউ খোঁজে না কষ্ট কোথায়,
খুঁজবে কেন?
সবচে সহজ ভুলবোঝাটা।

ভাববো না আর,
ডাকবো না আর কারুর পিছে।
যে যাবার সে যাক না চলে,
পূর্ণিমা চাঁদ-জোছনা গলে
আঁধার নামুক।
ভুল ভাঙাবার পসরা নিয়ে
বসবো না তার সিংহদ্বারে-বারেবারে,
ভাল্লাগেনা.......

রাগ-অনুরাগ বিড়ম্বনা
বাড়ুক যতই চিনের প্রাচীর।
আপন কভু যায় না দূরে,
আসবে ঘুরে আপন হলে সত্যিকারের,
যার বুকেতে শেকড় পোতা।
-----------++++++---------