দাম দিলেতো দাম বেড়ে যায়
হায়রে দামি বাঁদর,
খেয়াল খুশিতে উলটে ফেলে
ভালোবাসার চাদর।
যত্ন করে রাখছি মাথায়
যেমন মণি- ঋষি,
ইতর পশু করছে সেথায়
ইচ্ছে মত সিসি।
তাইতো বলি বাঁদরটাকে
মারতো কেন রাজা?
নিত্য দিতো সোনার দলা
তাকেই দিত সাজা!
বাঁদরটাকে নিয়ে যারা
করছে শুধু খেলা,
অবুঝ প্রাণী তাদের সাথেই
ভাসায় রঙের ভেলা।
যতই বাঁধি বুকের সাথে
যতই করি আদর,
ভেংচি কেটে পালায় দূরে
চিনল না সে বাঁদর।
-------++++-------