কোন অনলে পোড়াও নারী
দেখতে শুধু চাই,
কেমন করে কলজে পুড়ে
বানাও তুমি ছাই?
কেমন করে গলাও তুমি
ভালোবাসার মোম,
মায়ায় কর মাখামাখি
আবার সাজো জম।
ইচ্ছে হলেই উড়াও ঘুড়ি
নীল আকাশের গায়,
খানিক বাদেই হ্যাঁচকা টানে
নামিয়ে আনো পায়।
তোমার লীলা তোমার খেলা
সাধ্য বোঝে কার,
একতরফা জিতলে তুমি
আমার শুধুই হার।
পাষাণ প্রিয়া নিপুণ হাতে
আর পোড়াবে কত?
দেখতে যদি হৃদয় চিরে
বিভৎস এক ক্ষত।
মনটা তবু তোমার সাথে
বিনীসুতোয় বাঁধা,
লেপ্টে থাকে যেমন করে
শ্যামের বুকে রাধা।
----+++++----