আর কবে তুই বুঝবি আমায়
আর কবে তুই বুঝবি বল?
বাড়াস বুকে ব্যথার পাহাড়
ঝরাস শুধুই চোখের জল।
আর কবে তুই আমার হবি
আর কবে তোর ভাঙবে ভুল?
আসবে কবে সেই শুভক্ষণ
প্রতীক্ষাতেই পাকলো চুল।
আর কবে তোর চোখের তারায়
সাজবে আমার কুসুম বাগ?
ডাকলো বুঝি সেই গোধুলী
বসলো সুরুজ অস্তরাগ।
আর কবে তুই বাসবি ভালো
আমি কি তোর নিজের নই?
তোর পরশের মাতাল নেশায়
দুখের মাঝেও বিভোর রই।
আর কবে তোর হাসির প্রভা
আঁধার ঠেলে আনবে ভোর,
এই যে আমি সামনে খাড়া
দোহাই লাগে খোল না দোর।