হায় রূপসী নারী
পরে বাসন্তী এক শাড়ি,
যেন উপচে পড়ে রূপ
আমি দেখেই হলাম চুপ।
তোমার দীঘল কালো চুল
সেথায় হলুদ গাঁদার ফুল।
তোমার হাতে কাকন বালা
আমার বাড়ায় শুধু জ্বালা।
এমন উদাস ফাগুন দিনে
প্রিয় তোমার পরশহীনে।
আমার পাগল করে মন
যেন আর কাটে না ক্ষণ।
আমায় পাগল করা নারী
ভাবি আসবো কবে বাড়ি
এসে দেখবো তোমার মুখ
বুকে ভরবো শুধুই সুখ।