বলে যা না কোন সুখে
মরি আমি ধুকে ধুকে
কেন তোকে চাই বারেবারে?
কত জ্বালা পোড়া বুকে
কী করে তা বলি মুখে
ঘৃণা তবু প্রেম হয়ে ঝরে।
আকাশের ওপারে নদী
বয়ে চলে নিরবধি
বুকে পোষে তীর ভাঙা ঢেউ।
তবু কী অজানা টানে
ছোটে সে সাগর পানে
বোবা ব্যথা বোঝে না তো কেউ।
জানি তুই ধ্রুবতারা
কখনও যাবে না ধরা
নই আমি তোর লাগি সৃষ্টি।
তবু কেন তোর দ্বারে
দিন কাটে অনাহারে
চাতকের চোখে মায়াবৃষ্টি।
মায়া কি বা মোহ বল্
সারা হবে ধরাতল
সূর্যটা গিলে খাবে রাত্রি।
সেদিনও এমনই রবো
পাগল প্রেমিক হবো,
হবো আমি তোর সহযাত্রী।
--------+++++------