হও যত ধড়িবাজ শুকনাতে ধর মাছ
বাকি সব যেন চুনপুটি,
ফাঁকি দিয়ে জনগণ সকলের রাখো মন
বিরিয়ানী খেয়ে বল রুটি।
উপরটা সাধুবাবা মারহাবা!মারহাবা!
জানো নাতো খেতে ভাজা মাছ,
তলে তলে কাটো সিঁদ ধরা খেলে গাও গীত
মামা খালু আছে মহারাজ।
মিথ্যুক , ঠগবাজ জানে নাতো এ সমাজ
ভিতরটা কুৎসিত কালো,
মুখে যেন মধু মাখা অভিনয় জানো পাকা
সকলের কাছে তুমি ভালো।
পেশী আর ক্ষমতায় যতদূর চোখ যায়
ধরা তুমি করে দাও সারা,
যত কর বিস্তার পাবে নাতো নিস্তার
একদিন যেতে হবে মারা।
সেদিনটা দূরে নয় ছলাকলা অভিনয়
ছেড়ে দিয়ে সোজা হয়ে চল্,
হিসাবের ষোল আনা দিতে হবে আনা আনা
খাটবে না কোন বাহুবল।
------+++++------