যে ছিল আপন,দূরে চলে গেছে
মেঘের পালকে চড়ে,
মন খারপের কথা বলি তাই
বাতাসের সুরে সুরে।
কথা দিয়েছিল মাথা গুঁজে নেবে
উদার বুকের ওমে,
কোন প্রলোভনে চলে গেল প্রিয়
ফেলে রেখে ভাতঘুমে।
ফেলে রেখে গেছে মিলন রাখিটা
কি করে শপথ ভুলে,
বোবা স্মৃতিগুলো কখনও কি তার
বিঁধে না মর্মমূলে?
মধু নিশি শেষে পূব আকাশে হাসে
সোনালী আলোর ভোর,
প্রিয়া হীনা আজও নিকষ তিমিরে
কাটেনা আমার ঘোর।
দূরে কিবা কাছে যেখানে থাকুক
ভাল থাক প্রিয়তমা,
আমার উপরে যত ঘৃণা রাগ
করে যেন সব ক্ষমা।
প্রিয়তমা,
যদি কভু শোন চলে গেছি আমি
জ্বালাবো না কভু আর,
দু'ফোঁটা অশ্রু কবরে আমার
দিয়ে শেষ উপহার।
-----+++++-----