চাঁদটা তো নয় খুব রূপসী
তোমার চেয়ে।
নদীও নয় দেখেছি আমি
নৌকা বেয়ে।
ভুবন ভোলা যেমন তোমার
রূপের যাদু,
ঠিক তেমনি মাদক মাখা
কণ্ঠে মধু।
গোলাপ যত রূপের বড়াই
করুক জাহির,
আমার কাছে তুমিই সেরা
ভিতর বাহির।
মন কাননের খুব গহীনে
বাজাও বাঁশি,
নিত্য পরাও খুব যতনে
প্রেমের ফাঁসি।
ইচ্ছে করে তোমার গাঙে
ভাসাই ভেলা।
তোমার সাথেই চলুক আমার
প্রেমের খেলা।
----+++---