তাওহীদীরা কোথায় তোরা
দেখিস না কি কাশ্মীরে?
পুড়ছে তোদের মা বোনেরা
গন্ধ নাকে পাস নি রে?
ফিলিস্তিন আর আরাকানে
বইছে কেবল রক্ত ঢল,
মুখ বুজে আর সইবি কত
কাশ্মীরে তাই চল রে চল।
দেখতে দেখায় গোবেচারা
নেংটি ইঁদুর, গরুর পুত,
অসভ্য সেই বাঁদর যারা
গিলছে সদাই মায়ের মুত।
বাঁচতে হলে জুলুম থেকে
তলোয়ারে তুই ধার দে ভাই,
জবাব দিতে সব জুলুমের
জেহাদ ছাড়া উপায় নাই।
বিশ্ববিবেক, পালের গোদা
কেমন করে থাকছে চুপ,
মারছে তারা হাত পা বেঁধে
দেখাও এবার আসল রূপ।
রসুল(সাঃ)বলেন মু'মিন হবে
একটা শরীর একটা মন,
সারা জাহানে মরছে যারা
ভাবিস না ক্যান আপনজন?
একটা ওয়ালিদ দাও এলাহী
একটা ওমর দাওগো আজ,
এক পতাকায় শামিল হবো
পরবো সবাই বীরের সাজ।
-------++++++------