আজ কন্যা সন্তান দিবসে আমার
রাজকন্যাদ্বয়কে উৎসর্গ করলাম।
*******************
আমার আছে টুকটুকে লাল
দুইটা সোনার চাঁদ।
তাই খুশিতে আমার আর ওর
নেইতো কোন বাঁধ।
রসুল(সাঃ) বলেন ভাগ্য ভাল
প্রথম হলে মেয়ে,
বেঁচে থাকতেই দুই জান্নাত
গেলাম বুঝি পেয়ে।
সারাটা দিন দু'বোন মিলে
করে ঘরের সাজ,
পড়ার ফাঁকে দেয় গুছিয়ে
ব্যস্ত মায়ের কাজ।
পড়া লেখায় অনেক ভাল
দেখতে মন্দ নয়,
চাইছি দোয়া, আল্লাহ যেন
ওদের সহায় হয়।
যদিও আমি না হই রাজা
ওরা যে রাজকন্যা,
ওদের নিয়েই সংসারে তাই
বইছে সুখের বন্যা।
-------++++++------