কোথা আছো মুসলিম কর সবে আহ্লাদ
চেয়ে দেখ পশ্চিমে সাওমের বাঁকা চাঁদ।

বছর ঘুরে এলো সেরা মাস রমজান
সাওম,সালাত আর প্রাণ খুলে কর দান।

নফলে ফরজ হবে,ফরজ হবে সত্তর
ঝড়ে যাবে পাপ রাশি যেন পাতা পত্তর।

শৃঙ্খলে বাঁধা আজি বিতাড়িত শয়তান
খুশু খুজু সহ ঢালো ইবাদতে মনপ্রাণ।

কোরআনের চর্চাটা দাও আজি বাড়িয়ে
নেকী দেবেন আল্লাহ সীমারেখা ছাড়িয়ে।

দূরাচারী দূর হও,পাপাচারী দুষ্ট
পণ কর আজ হতে হবে তুমি শিষ্ট।

জেগে ওঠো  বিশ্বাসী হয়ে বলে বলিয়ান
রমজানে ক্ষমা পাবে বলে খোদ মহীয়ান।

মুসলিম প্রাণ খুলে গাও তবে এই গান
আহলান ছাহলান মাহে রমাজান.......
-----------++++++++------------