শিশুতোষ ছড়া-৪
************
উইপোকা ভাই, উইপোকা ভাই
তোমার অনেক রুচি,
মজা করে খুব খেয়েছো
আমার বইয়ের সূচি।
তোমার গায়ে শক্তি অনেক
নামটা তোমার উই,
মুখের ভেতর কেমনে রাখো
আস্তো লোহার সুঁই?
কাঠ খেয়েছো বাঁশ খেয়েছো
শেষ করেছো ঘর,
সত্যি করে বলতে পারো
আমি কী তোমার পর?
শেষে আমার বই খেয়েছো
এই কী তোমার কাজ?
তোমার জন্য মামণিটা
খুব বকেছে আজ।
----++++------