তুই আমাকে না দিলে ডাক হয়না আমার ভোর,
কপাল যদি না ছুঁস ঠোঁটে আর কাটেনা ঘোর।
থাকিস যদি আমার সাথে স্বপ্নে কাটে রাত,
উদর আমার ভরাই থাকে না'ও যদি খাই ভাত।
অভিমানের পাহাড় গলে রাখলে হাতে হাত,
সোনার আলোয় সূর্য হাসে হলেও আঁধার রাত।
দুখের বরফ গলতে থাকে ডাকিস যদি সোনা,
ধূসর বুকে স্বপ্ন আমার তোর ছোঁয়াতে বোনা।
তোর সোহাগে অনুভূতির সবগুলো দ্বার খোলে,
প্রেমের নদে জলগুলো সব ভীষণ রকম দোলে।
তোর নোটন চোখে স্বপ্ন দেখি খানিক ছুঁয়ে দিলে,
এক চুমুতে হাওয়ায় ভাসি নীল আকাশের নীলে।
বিষাদ মাখা এক কথাতেই নয়ন ভাসাস জলে,
মান ভাঙাতে ঘুরতে থাকি তোরই জাঁতাকলে।
আবার যখন জড়াস বুকে জাগায় মনে আশা,
পাইনা খুঁজে সংজ্ঞা আজও এ কোন ভালোবাসা?
----------++++++--------