শুভ হোক তব প্রতিটি প্রহর
শুভ হোক বার মাস,
সুজনের সাথে রচনা করো
শান্তি সুখের বাস।
এক ফুলে আমি গেঁথেছিনু মালা
একাকী ভেসেছি প্রেমে,
এক খুঁটি দিয়ে সৌধ গড়েছি
জানিনা রয়েছি ভ্রমে।
ঘোলা জলে মাছ শিকার করেছো
ছোঁও নি কখনোও জল,
বিশ্বাস করিয়া তব প্রহসন
খুঁড়িয়া দেখি নি তল।
মোর মনে করি বকেছিনু কতো
রাগে কি বা অনুরাগে,
তোমার তুমি যে অন্য কারো
বুঝিনি তা কভু আগে।
বিনা লাভে পুঁজি বিনিয়োগ করি
প্রেমের পসরা নিয়া,
মালসহ নাও ভাসিয়া পাথারে
মোরে করি দেউলিয়া।
তোমার বেলায় কঞ্জুস আমি
দোয়া করো মোর লাগি,
তোমারে সঁপিতে অন্য হাতে
হতে যেন পারি ত্যাগী।
তোমা হতে আমি দূরে চলে যাবো
ত্যাগিয়া সকল আশা,
বুকের জমিনে চাপা মাটি দিবো
মোর যতো ভালোবাসা।
তোমার লাগিয়া উদার আশিস
সুখে থেকো চিরদিন,
করুণা ভিক্ষা চাই প্রিয়তমা
ক্ষমা করো মোর ঋণ।।