প্রথমা তুমি এমন কেন
এতই অভিমানী,
মনটা তোমার তৈরি কিসে
নির্ণয় না জানি।
দু'দিন আগেই রাখলে বুকে
দু'দিন বাদেই পিঠে?
এতো সুন্দর এই ধরণী
লাগছে না আর মিঠে।
রাখবে যদি মুখ ফিরিয়ে
ডাকলে কেন তবে?
তোমার মতো বন্ধু এমন
আর দেখিনি ভবে।
এমন করে ডাকলে আমায়
বাড়িয়ে দিলে হাত,
কি প্রয়োজন ছিল তবে
ছাড়বে যদি সাথ।
নাইবা নিলে অমন করে
আপত্তি কি তাতে?
খুব সাধারণ বন্ধু হব
রইব তোমার সাথে।
তোমার "কাজল"নাইবা হলাম
নয় গহনা গায়ে,
নূপুর করে রাখতে যদি
জড়িয়ে তোমার পায়ে!
থাকনা তোমার বন্ধু শত
আর করিনা ভয়,
তোমার কাছে হেরেই রবো
চাইনা আমার জয়।।
------+++++++-------