প্রেম তো থাকে মনের মাঝে
হাতগুলো ক্যান শরীর খোঁজে?
ঠোঁটগুলো ক্যান ঠোঁটের আশায়
কেঁদে কেঁদে নয়ন ভাসায়?
চোখের তারায় এ কোন নেশা
বুকের ভেতর মরণ তৃষা,
একটু চাওয়া একটু পাওয়ায়
প্রেমের এমন কি আসে যায়?
স্বার্থ ছাড়া প্রেম কে বোঝে?
দেব দেবীও অর্ঘ খোঁজে।
উপর ওয়ালাও অর্চনা চায়
খুব খুশি হয় উপাসনায়।
ভবের পাগল ভাবটা বোঝে
সন্ধ্যা হলেই সঙ্গী খোঁজে।
প্রেম তো বাঁচে মোহের মাঝে
আড়ষ্ট নই বলতে লাজে।
আমি তো প্রাণী, মানুষ জেনো
নই অশরীরী আত্মা কোনো।
তবে কেন আর পড়ছি রোষে,
একটুখানি চাওয়ার দোষে?
-------+++++-------