চোখের তারায় মনের পাড়ায়
স্বপ্ন দেখার ধুম।
সামনে দাঁড়ায় হাতটা বাড়ায়
দেয় কপালে চুম।
বুকের ভাঁজে কোথাও বাজে
শাশ্বত সেই প্রীতি,
চাঁদনী আসর মধুর বাসর
সেসব এখন স্মৃতি।
সরস আদর মায়ার চাদর
এখন অনেক দূর।
প্রেম আকাশে বেড়ায় ভেসে
বিষাদ মাখা সুর।
ক্ষণিক মোহে কিসের দ্রহে
হারিয়ে গেল সব?
হৃদয় পিষে ধুলোয় মিশে
থামলো কলরব।
-----+++----