স্বর্গ থেকে ভালোবাসা
এলো ধরার মাঝে
স্বর্গীয় সেই প্রীতির ছোঁয়ায়
মানব জীবন সাজে।
পবিত্র সেই প্রেমের মাঝে
চলছে প্রহসন,
প্রেম চলে তাই দেহের সাথে
কেউ খোঁজে না মন।
এই শহরে নিখাঁদ প্রেমের
এখন বড়ই আকাল,
চুটিয়ে প্রেম করছে কিছু
প্রেমিক নামের মাকাল।
অবৈধ সেই প্রেমের ফসল
পাগলা কুকুর চাটে,
লজ্জা ঘুচায় আত্মহনন
নীল দরিয়ার ঘাটে।
ভিন্ন রীতির গর্ভে লালন
মিথ্যে ভালোবাসা,
খুন হয়ে যায় প্রতিশ্রুতি
খুন হয়ে যায় আশা।
ভালোবাসার থাকবে কেন
বিশেষ কোন দিন,
এক জীবনের প্রতি ক্ষণেই
বাজুক প্রেমের বীণ।
----++++++----