আগুন বুঝি লাগলো মেঘে
দুই হৃদয়ের ঘর্ষণে,
চল্ না ভিজি ভেতর বাহির
উথাল প্রমের বর্ষণে।
চল না করি যুগল হাতে
নবীন প্রেমের বন্দনা,
আজ মায়াময় এই প্রকৃতি
ঊষার আলো মন্দ না।
বাঁকা ঠোঁটের মিষ্টি হাসি
ভাসছে শুধু অন্তরে,
যতই করি আসতে মানা
যায় না কোন মন্তরে।
ধিকিধিকি জ্বলছে বুকে
এ কোন মায়ার মন্ত্রণা,
তোর প্রিয়মুখ সুখের বদল
দিচ্ছে এ কোন্ যন্ত্রণা।
আমার এ চোখ পড়লো যখন
তোর ঐ গভীর দৃষ্টিতে,
অনন্য এক প্রীতির পরশ
পড়লো সেরা সৃষ্টিতে।
উড়ে এসেই হুল ফুটালি
যেমন মধুমক্ষিকা,
তোর সেবাতে আরোগ্য লাভ
তুই-ই আবার রক্ষীকা।
তাই তো থাকিস অষ্টপ্রহর
আমার বাহির-অন্দরে,
পানসি আমার ভিড়লো শেষে
তোর প্রেমেরই বন্দরে।
------+++++-----