গাংচিলটা হাওয়ায় দোলে
মেঘ হয়ে যায় পাড়,
ভাবছে মনে সংগোপনে
আকাশ বুঝি তার।
চিলের মতো ভাবনা শত
দিচ্ছে মনে দোলা,
ঘুণাক্ষরেও নেয়নি খবর
হৃদয় দুয়ার খোলা।
মরণ বাণে শ্মশান পানে
কেন্ যে ছুটে আসি?
হত বিহ্বল এই আমাকে
আসলে পরাস ফাঁসি।
মোর হৃদয়ের ক্যানভাসে তোর
মুখটা সদাই আঁকি,
কেউ না জানে খুব যতনে
তাই আড়ালে রাখি।
মনের রঙে পরাই নোলক
ঝুমকো কানে দোলে,
খুব আদরে নূপুর পরাই
পা রেখে মোর কোলে।
ললাটে লাল সূর্য আঁকি
কপোল কোলে তিল,
ঠোঁটের ছোঁয়ায় ঠোঁট এঁকে দিই,
ডাগর চোখে ঝিল।
নিত্য আমি সাজাই তোকে
মনের আবির দিয়ে,
কোন পরাণে খেলিস পাশা
এই আমাকে নিয়ে?
--------------+++++++++----------