কতটা কষ্ট পেলে
রাবণেরচিতা জ্বলে
প্রেমানলে পোড়ে এই বুক।
আজও জ্বলে অবিরত
গোটা বুকে পোড়া ক্ষত
দেখে যদি পাও তবু সুখ।
কতটা দুঃখ পেলে
প্রেমের পাহাড় গলে
নোনা জলে বয়ে যায় নদী।
যে চোখে স্বপ্ন ছিল
বিভীষিকা কেড়ে নিল
দিল শুধু দুখ নিরবধি।
কতটা ডুবলে বিষে
নীল হয়ে নিঃশেষে
খুন হয় বোবা অনুভূতি।
অনুরাগ প্রীতি যত
হয়ে ক্ষতবিক্ষত
কেঁদে মরে মৃতপ্রায় স্মৃতি।
কতটা পাষাণ হলে
অদূর অতীত ভুলে
অতি সুখে দেয়া যায় শিষ!
দাও যত ব্যথা দিবে
প্রেমময় সুধা ভেবে
গিলে যাবো তব দেয়া বিষ।
--------+++++------