আমি চাই ইচ্ছে করেই থাকতে ভুলে
অনেক কিছু,
স্মৃতি তবু করছে ধাওয়া অষ্ট প্রহর
আমার পিছু।
সে আমায় নেয় ভাসিয়ে উজান পানে
জলোচ্ছ্বাসে,
ক্ষণিক বাদেই নিচ্ছে টেনে বুকের ভেতর
কোন উচ্ছ্বাসে?
আমি যেন মুরগী ছানা জাপটে ডানা
ওমের মাঝে,
তাকে নিয়ে স্বপ্ন বুনি আকাশ কুসুম
সকাল সাঁঝে।
সে আমায় দেয় পুড়িয়ে ভিতর বাহির
দারুণ খরায়,
প্রেম বৃক্ষের মগডালটা প্রবল ঝড়ে
আবার নাড়ায়।
আমি যেন বিহ্বলতায় দিশেহারা
আমার মাঝে,
সে যেন বিরাজ করে স্বত্ত্বাতে মোর
সকল কাজে।
পণ করি যেই মারবো না পা তার মনেরই
ত্রিসীমানায়,
অমনি এসে স্বপ্ন মাঝে দেয় ভরিয়ে
কানায় কানায়।
যতোই রাগী ওই মায়াবী ছোঁয়ার আগেই
যাচ্ছি গলে,
এমনি ভাবেই কাটছে জীবন নিষ্ঠুরতার
দোলাচলে।।
---------++++++++++-----------