প্রেম নাকি ভালোবাসা
গাণিতিক পরিভাষা
প্রেম দিয়ে ভরে গেছে বিশ্ব।
প্রেম কেউ বেঁচে খায়
বাড়ি গাড়ি টাকা পায়
প্রেম করে কেউ হয় নিঃস্ব।
নেতারাও প্রেম করে
দু'হাতে পকেট ভরে
ভোট এলে প্রেম দেয় সাচ্চা।
জিতে গেলে জমিদার
বাড়ি-গাড়ি বেশুমার
জনগণ কুকুরের বাচ্চা।
প্রেমিকের তালিকায়
ডাক্তারও পিছে নয়
প্রেম করে দিয়ে ভুয়া তথ্য।
উপরিটা পায় বেশ
রোগীদের জান শেষ
ভিটেমাটি বেঁচে খায় পথ্য।
উকিলেরা প্রেম খেলে
কাড়ি কাড়ি টাকা পেলে
বিচারকও হয়ে যায় বিক্রি।
আইনের মার প্যাঁচে
অপরাধী যায় বেঁচে
রাতারাতি কেসে পায় ডিক্রি।
প্রেমিকেরা প্রেম করে
প্রেমিকার পায়ে ধরে
ফ্লাটে নিলে পরে হয় খ্যান্ত।
সোনা-বেবী-জানু বলে
সবকিছু নেওয়া হলে
বেচারিকে ঝুলে রাখে জ্যান্ত।
দেশপ্রেম চেতনায়
কালো কোর্ট বেচে খায়
তারা বাঁচে মামাদের বর্মে।
টিকি-টুপি-মাথা ন্যাড়া
অনেকে ধর্মচোরা
মিল নেই কথা কাজ-কর্মে।
সুশীলেরও মুখ কালা
ভালো নয় কোন শালা
সাদা প্রেম খেলো কোন দৈত্য?
ভাবি বসে নিরালায়
ভেজালের দুনিয়ায়
মা - বাবার প্রেমটাই সত্য।