কতটুকু প্রেম দিলে
খাঁটি প্রেম তারে বলে
বলে সেই পিরিতিকে সাচ্চা?
কতটা নামলে জলে
কত নুন-আদা খেলে
বলে সেই প্রেমিককে আচ্ছা?
বারবার ভেঙে আড়ি
কাদা-জলে গড়াগড়ি
কত খেলে বলে তাকে ধৈর্য?
প্রতি পদে ভয়ে চলা
কান ধরে সরি বলা
কতটুকু হলে বলে সহ্য?
পদে পদে অপমানে
কাঁড়ি কাঁড়ি গালি শুনে
যদি কারো চোখ হয় আর্দ্র।
হও যদি সাদামাটা
পুজোতে বলিরপাঠা,
তবে তুমি হতে পারো ভদ্র।
কত পেলে অবহেলা
প্রেমনদে ডোবে ভেলা
হয় যত প্রেমলীলা সাঙ্গ।
বলো কতো প্রহসনে
ঘৃণা আসে মনেপ্রাণে
স্বপ্নেরা হয়ে যায় ভঙ্গ।
আছে যার টাকাকড়ি
ঢেলে দেয় কাঁড়িকাঁড়ি
প্রেম নয়, দেহটার জন্য।
অভিনয় মিছে ভাণে
কোনভাবে কাছে টানে
প্রেম যেন বাজারের পণ্য।
কতটুকু প্রেম খাঁটি
কোথা পাবো মাপকাঠি
কতটুকু প্রেমে হবে তুষ্ট?
প্রেমের বাজারে আজ
চাটুকার ধোকাবাজ,
দখলে রয়েছে সব দুষ্টু।
------++++------