শামেরিকঃ ১
প্রেমটা কি, অনেকেই জানে না তো সংজ্ঞা,
তবু তার হৃদয়েতে বহে প্রেম গঙ্গা
সিনেমার গান গাওয়া;
ছবি দেখে চুমু খাওয়া;
নিমিষেই হয়ে গেলো দেহ-মন চাঙ্গা
আসলে তো শুরু হলো অঘোষিত দাঙ্গা।
শামেরিকঃ ২
প্রেমিকের ছড়াছড়ি আধুনিক বঙ্গে
তারা খোঁজে প্রেম শুধু রূপ আর রঙে
দু'টি মন এক হওয়া;
না ছুঁয়েও ছুঁয়ে যাওয়া;
খাঁটি প্রেম নয় শুধু ধবধবে অঙ্গে
প্রেম মিশে থাকে শুধু আত্মার সঙ্গে।
----++++----