তোর বাগানের গোলাপ হয়ে
আর কখনো দুলবো না,
তোর জানালার শার্শি ধরে
আর কখনো ঝুলবো না।
খেলার ছলেও তোকে আমার
বউ বলে আর মানবো না,
ছিঁ-বুড়ি আর গোল্লাছুটেও
আমার দিকে টানবো না।
তোর কপালে আর কোনদিন
উষ্ণ দু'ঠোট ছুঁইবো না,
কোন ভুলের চাইতে ক্ষমা
তোর সমুখে নুইবো না।
এলিয়ে দেয়া তোর খোলা চুল
ভুল করেও আর ধরবো না,
তোকে নিয়ে হৃদয় কোনে
সুখ সৌধ গড়বো না।
ভালবাসার রক্ত জবা
তোর খোঁপাতে গুঁজবো না,
তোর দুয়ারে আর কোনদিন
কোন উপহার খুঁজবো না।
আর কখনো এক থালাতে
তোর মাখা ভাত গিলবো না,
এই জনমে মন হারাতে
তোর সাথে আর মিলবো না।
মনগড়া তোর কোন অনুযোগ
আর কখনো শুনবো না,
তোর তালিকার নতুন সখা
আর কোনদিন গুনবো না।
শিশির ভেজা ঝরা বকুল
তোর লাগি আর তুলবো না,
তোর দেয়া দুখ হৃদয় থেকে
এক জনমে ভুলবো না।
----------+++++------------