মামণিটা বেজায় পঁচা
আমায় শুধু মারে,
অন্য কারো রাগটা বুঝি
আমার উপর ঝাড়ে।
পানটা থেকে চুন খসলেই
খেতাম বেজায় গাল,
ফাজলামিতে পড়লে ধরা
ঝাড়তো পিঠে ঝাল।
এখন আমি বুঝতে পারি
মারতো কেন মা'য়,
মেরে কেন করতো আদর
আমার সারা গায়?
বকার পিছে ছিল মায়ের
অনেক ভালোবাসা,
বড় হয়ে মানুষ হবো
এটাই ছিল আশা।
অসুখ হলে আমার মাথায়
বুলিয়ে দিত হাত,
বাহির থেকে ফেরার আগে
মা খেত না ভাত।
কঠিন রোগে মা'টা এখন
খাটের উপর শোয়া,
এখন আমায় কেউ করেনা
মায়ের মত দোয়া।
-----++++----