হলো একশো বছর গত,
জানাই তোমায় শ্রদ্ধা ভরে সালাম শতশত।
তুমি অকুতোভয় বীর,
তোমার চোখে স্বাধীনতার স্বপ্ন করে ভীড়।
দিলে স্বাধীনতার ডাক,
রক্ত শিরায় আগুন লাগা হায়দারী সেই হাঁক।
তোমার তর্জনী যেই দোলে,
মুক্তিপাগল বাঙালি সব মরার নেশা ভোলে।
কভু হেট করোনি মাথা,
স্বর্ণাক্ষরে থাকবে লেখা তোমার বিজয়গাথা।
তোমায় চাইলো দিতে ফাঁশি,
অকুতোভয় বললে তবু বাংলা ভালোবাসি।
তোমার আকাশ সমান বুক,
যেথায় ছিলো স্বদেশপ্রীতি দুঃখীর তরে দুখ।
হলে জাতির জনক তুমি,
করলে স্বাধীন হাজার ত্যাগে সোনার স্বদেশভূমি।
তোমার গুণের নেইতো শেষ
পরাধীনতার শিকল ছিঁড়ে মুক্ত করলে দেশ।
বলি তোমার জন্মদিনে,
দেশ-জাতিকে রাখলে পিতা জনম জনম ঋণে।
----++++----