শিশুতোষ ছড়া- ৯
*********
পিপড়েরা পিলপিল
ছয় পায়ে চলে,
চলে না তো একা-একা
চলে দলেবলে।
তারা খুব মেহনতী
অপব্যয়ী নয়,
করে না তো সময়ের
কোন অপচয়।
পিপড়ের রাণী আছে
আরও আছে রাজা,
কাজে কোন ভুল হলে
দেয় তারা সাজা।
তাই তারা বড়দের
মানে হাড়ে হাড়ে,
মিলে মিশে বাস করে
একই সংসারে।
----+++---