কচিকাঁচা বালিকাকে
কেন দাও বিয়ে,
কেন খেল তার দামি
জীবনটা নিয়ে।
যখন সে উৎসাহে
বেয়ে ওঠে সিঁড়ি,
করে তার গতিরোধ
বিবাহের পিঁড়ি।
দেহ ভাঙে মন ভাঙে
চোখ ভাসে জলে,
অসময়ে মারা যায়
তার শিশু হলে।
ছেলে আর মেয়ে কভু
পৃথক তো নয়,
মেয়ে শিশু হলে পরে
কেন কর ভয়।
মেয়ে যেন চারাগাছ
যদি নাও যত্ন,
দেখবে সে বড় হয়ে
হবে এক রত্ন।
এসো গড়ি প্রতিরোধ
প্রশাসন নিয়ে,
সবে মিলে "না" বলি
শিশুকালে বিয়ে।
----++++----