চুপিচুপি কাছে এসে
কি মায়ায় জড়ালে,
মাখামাখি প্রেম দিয়ে
বুকটাকে ভরালে।
জাগরণে ছুঁয়ে থাকো
ছুঁয়ে থাকো স্বপনে,
সুখ-সুখ অনুভবে
থাকো অতি গোপনে।
ধীরে ধীরে তুমি যেনো
মিশে গেছ স্বভাবে,
আমি যেনো মরে যাই
তুমিটার অভাবে।
প্রেমে ভরা বুক যেনো
কূলহীন দরিয়া,
সদা তাই ছোঁয়া পেতে
হয়ে থাকি মরিয়া।
পুলকিত কাটে রাত
যেনো ফুলসজ্জায়,
মনে হলে একা-একা
মরে যাই লজ্জায়।
ও মনের মোহনায়
আছি তাই দাঁড়িয়ে,
ভালোবেসে বুকে নিও
হাত দু'টি বাড়িয়ে।