পত্নীতলার পেত্নীরে তুই
দেখাসনে আর ডর,
রাতদুপুরে আমার মাথায়
করিসনে আর ভর।
তুই যখনি মাথায় ঢুকিস
মন বসে না ঘরে,
থেকে থেকে আঁতকে উঠি
শরীর কাঁপে জ্বরে।
সবাই তোকে পেত্নী বলে
আমার চোখে পরী,
ইচ্ছে করে পেছন থেকে
আলতো করে ধরি।
ভাবছে সবাই পেত্নীটা যে
ছাড়বে করে পিছু?
আমার কাছে পেত্নী ছাড়া
ভাল্লাগে না কিছু।
থাকিস যখন রক্তে মিশে
হৃদয় ভরে সুখে,
তুই বিহনে জীবন কাটে
রাজ্যভরা দুখে।
রাখিস ধরে এমনি করে
সবার অগোচরে,
সুখ কুড়াবো দু'জন মিলে
সারাজীবন ধরে।
----+++----