নতুন বছরের নতুন প্রত্যয়
- ইয়ামিন বসুনিয়া
****************************
আয় সকলে দুঃখ ভুলি সুখগুলোকে দিয়ে,
নতুন বছর বরণ করি সফেদ হৃদয় নিয়ে।
ভুলি পাহাড় সমান দুখ
সেথায় ভরবো শুধু সুখ।
আয় না ভুলি দাঙ্গা-ফ্যাসাদ করবো না আর খুন,
করবো না আর চোগলখোরি গাইবো সবার গুণ।
আয় সুখের সমাজ গড়ি
প্রেমে হৃদয়টাকে ভরি।
আয় না সবাই সূরুজ দেখি প্রথম দিনের ভোরে,
মামা খালুর শক্তিতে নয় চলবো নিজের জোড়ে
ভুলে সকল দলাদলি
এবার প্রীতির কথা বলি।
ব্যর্থতাকে বদলে দেবো সার্থকতা দিয়ে,
নতুন বছর গড়বো মোরা নতুন শপথ নিয়ে।
এবার এগিয়ে যাবার পালা
গলায় পড়বো বিজয় মালা।
চল্ না সবাই শপথ নিয়ে সরল পথে চলি।
বুকের ভিতর পশুটাকে নিজের পায়ে দলি।
আয় মন্দ ভালো যাচি
এবার মানুষ হয়ে বাঁচি।
-------++++------