বিদায় জানাই পুরনো বছর
নতুনের আগমণে,
বুকে টেনে নেই নতুন অতিথি
প্রসারিত মনপ্রাণে।
ভালগুলো সব বুক ভরে নেব
সব ভুল যাবো ভুলে,
নতুন প্রভাতে আশার তরণী
ভিড়ে যেন তার কূলে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
মোরা সবে ভাই ভাই,
মনুষ-মানুষে ভুলি ভেদাভেদ
এর বড় কিছু নাই।
অপরের দোষ ক্ষমা করে দিয়ে
নিজ ভুল ধরি আগে,
আপনারে আমি রাখিব শীতল
ভাবনা অথবা রাগে।
গুম খুন হত্যা, রক্তের নদী
দেখিতে চাইনা আর,
প্রতিবাদে সবে মানবিক হবো
ধারবো না কার ধার।
এসো প্রিয়জন, ভুলি হানাহানি
নিজ হাতে দেশ গড়ি,
নিঃস্ব-অনাথ, রাজা প্রজা মিলে
এক সাথে বাঁচি-মরি।
-----+++++-----