সনেট
মিল বিন্যাসঃ
আষ্টকঃ কখকখ, গঘগঘ
ষটকঃ ঙচঙচ ছছ
অকারণে ভুল বুঝে করো নাকো ভুল,
ভুল থেকে শুরু হয় ভুল বোঝাবুঝি।
বেলা শেষে দিতে হবে ভুলের মাশুল,
হারালে সে জন আর পাবে নাকো খুঁজি।
কুটচালে যে তোমার বিষ ঢালে কানে,
যুগেযুগে রবে তার কিছু সহচর।
ভাগে কিছু কম হলে মেরে দেবে জানে।
অপরের কুৎসায় থাকে রাতভর।
নরকের কীট করে কথা চালাচালি,
রঙ দিয়ে জনেজনে ছড়ায় আধিক।
ভাবে বুঝি জিতে গেছে, সেই গুঁড়ে বালি,
বলি সেই জানোয়ারে ধিক শত ধিক।
মানুষের দ্বারা ভুল হতে পারে বটে,
রেখো নাকো সেই ভুল কভু স্মৃতিপটে।