করেছ আমায় প্রেমের ভিখারি
দিয়েছ মরণ জ্বালা,
আপন হস্তে অন্য গলায়
পরিয়ে বরণ মালা।
জীবনে আমার নামিয়েছ খরা
নিষ্প্রাণ করেছ ভূমি।
অন্য ভূবনে করেছ প্লাবন
সু-ফলা করেছ জমি।
আমার গগন ডুবিয়ে আঁধারে
মশাল করেছ চুরি,
ভিন্ন গগনে জ্বালিয়েছ তায়
আলোকে দিয়েছ ভরি।
তোমারে আমি ফুল সম ভাবি
উজালা করেছি মুখ,
কণ্টক তব দানিয়া আঘাত
চিরেছে আমার বুক।
সুবাসের আশে তুলেছিনু ঘরে
জোটেনি ললাটে তায়,
অন্য নাশিকা লভেছে সে ঘ্রাণ
নিষ্ঠুর দক্ষিনা বায়।
স্ব-হস্তে তুলি বিষের পেয়ালা
দিয়েছ আমার মুখে,
সাজাতে গিয়েছ অন্য জীবন
ভাসাতে গিয়েছ সুখে।
অম্বরে মোর উড়িছে শকুন
অমানিশা কাটেনি আজি,
তোমার আকাশে সদা পূর্ণিমা
সু-শোভিত তারকা রাজি,
আমার কাননে মরে আছে চারা
ধরেছে সেখানে শনি,
পত্র-পল্লবে সাজিয়েছ যেন
তোমার বাগান খানি।
একদা আমার চুমেছ ললাট
বুলিয়েছ গায়ে হাত,
সে সবই আজ মিথ্যা হয়েছে
ছেড়েছ যখন সাথ।
বক্ষ আমার ঝাঁঝরা করেছ
করেছি তোমারে ক্ষমা,
সুখ আহ্লাদে কাটাও জীবন
নিষ্ঠুর প্রিয়তমা।
আমি আছি বেশ হয়ে নিঃশেষ
সাথে নিয়ে জম কালো,
অপর ঘাটেতে ভিড়িয়ে তরণী
জানু মোর আছে ভাল।
তবু বারে বারে আসি তব দ্বারে
সকল যাতনা ভুলি,
নিজ সুখ ভুলি করুণার ছলে
কোলে যদি নাও তুলি!
ভিখারির বেশে ঘুরি দেশে দেশে
ক্লান্ত বদনে ফিরি,
দু'হাত উঠিয়ে বলি মহীয়ানে
তার কোলে যেন মরি।।