সরকারি অন্ন
ভুখাদের জন্য
চুরি করে খায় কিছু কুকুরে,
চামচার বাচ্চা
অমানুষ সাচ্চা
কোন কাজ হয় নাতো মুগুরে।
নেতাদের গুষ্টি
খেয়ে পায় পুষ্টি
বাড়ি-গাড়ি, চলে কতো বাহারে,
এই হাল্ চিত্র
বেঁচে যায় মিত্র
মিসকিন মরে বিনা আহারে।
ইনসান জ্যান্ত
ইস! কতো শান্ত
ডাস্টবিন থেক খায় হামেশা,
ভুলে গেছে গন্ধ
লাগে নাতো মন্দ
দূর থেকে তুমি দেখো তামাশা।
যাক ওরা মর্গে
তুমি যাবে স্বর্গে
ভাবো তুমি পাকা মাঝি-মাল্লা!
শোনো ওরে বন্য
তোমাদের জন্য
ঘাটে বসে আছে ওই আল্লাহ।
--------+++++--------