নির্বাচনের সময় এলে
রব ওঠে সাজসাাজ,
সৎ-যোগ্য প্রার্থীবাছাই
নয়তো সহজ কাজ।
ভোটের সময় সাধু সাজে
মুখেই শুধু সৎ,
সবাই যেন জনদরদী
একজনও নয় বদ।
ভোটের বাজার বেজায় চড়া
শুধুই টাকার খেলা,
নকলনেতা টাকার জোরে
জমায় ভোটের মেলা।
ভোট পেরুলেই যায় বেরিয়ে
আসল সেবার রূপ,
মহান নেতার পেশী জোরে
আমজনতা চুপ।
মা-মাটি আর দেশটা হলো
সবার চেয়ে বড়,
ন্যায্যভোটে দশের সেবক
নির্বাচিত করো।
------+++++------