খারাপ কিছু লোভী মানুষ
সকল কানুন ভুলে,
তরুণ যুবক সবার হাতে
দিচ্ছে মাদক তুলে।
বখে যাওয়া ধনির দুলাল
সস্তা মাদক পেয়ে,
সমাজ ছেড়ে নেশার দিকে
যাচ্ছে কেবল ধেয়ে।
পথশিশুরাও নেই পিছিয়ে
ভয়াল মাদক থেকে,
ছুটছে কেবল নেশার পিছে
সুস্থ জীবন রেখে।
ছেলের দশা ভাবতে গিয়ে
কানছে অনেক মা'য়,
ঘুষের লোভে নষ্ট পুলিশ
দিচ্ছে যাদের শায়।
চললে এমন তরুণ যুবার
জীবন হবে শেষ,
মেধা শুন্য থাকবে পরে
সোনার বাংলাদেশ।
-----++++-----