নারী তুমি এ সমাজে নও কোন খেলনা,
নও তুমি কারো বোঝা, নও কোন ফেলনা।

কার পাণে চেয়ে তুমি বসে আছো বাড়িতে?
যে তোমাকে বেঁধে রাখে বারোহাত শাড়িতে?

যে তোমাকে পিছু টানে বাঁকা পথ চলাতে,
পদে-পদে ধরে ভুল প্রতি কথা বলাতে?

কেন তুমি বসে আছো আজও তার জন্য?
যে তোমাকে বানিয়েছে বাজারের পণ্য।

নারী তুমি থেকো নাকো আর ঠাঁয় দাঁড়িয়ে,
চেয়ে দেখো সফলতা ডাকে হাত বাড়িয়ে।

তুমি  হলে  প্রিয়তমা, তুমি  মাতা  ভগ্নি,
জ্বালো আজ দিকেদিকে বুকে রাখা অগ্নি।

যারা বলে কটুকথা তামাদের অভাবে,
বিজয়ের হাসি দিও তাদের ওই জবাবে।

সবকিছু হলে শেষ বাঁচা হবে কি নিয়ে?
সময়ের সাথে নাও সফলতা ছিনিয়ে।

বিজয়ের মালা পেতে হয়ে ওঠো মরিয়া,
জীবনের পথে শুধু মেনে চলো শরিয়াহ্।

জেনে রেখো তুমি নও কূলহারা নিঃস্ব,
সফলতা পেলে তুমি, মালা দিবে বিশ্ব।