নারী তোমার বাড়ি কোথায় নারী?
নারীর জবাব,
আমার কোন নেইতো নিজের বাড়ী।
বিয়ের আগে ছিলাম বাপের বাড়ী,
বিয়ের পড়ে দিলাম তাদের আঁড়ি।
এক কবুলেই বাপ- মা হলো পর,
আপন এখন শুধুই আমার বর।
যখন আবার বরটা আমার মরে,
থাকছি এখন আমার ছেলের ঘরে।
পরের বাড়ি সাজাই নিজের বলে,
মরলে যাবো আমরা গাছের তলে।
নই তো মানুষ, আমি হলাম নারী,
আমার কেন থাকবে নিজের বাড়ী?
হায়রে নারী;
বললি কি তুই, তুই যে আমার মা,
আমায় রেখে কোথায় যাবি যা?
তুই তো দেবী, তুই যে আমার পুঁজি
পায়ের নিচে আমার বেহেস্ত খুঁজি।
বোন মেয়েরা, এবার তোদের বলি,
তোদের সুখেই আমি অবিরাম চলি।
বিদেশ - বিভুঁই ছুটছি দিবস রাত,
তোদের মুখেই উঠিয়ে দিতে ভাত।
শোনরে মানিক, তুই তো আমার বউ,
তোর থেকে আর নেইতো আপন কেউ।
ছুঁয়েই থাকিস সকাল দুপুর সাঁঝে,
তোর বাড়ি তো আমার বুকের মাঝে।
এই দুনিয়ায় আর কে আপন হয়,
মোর বাড়ি কি তোদের কি বাড়ি নয়?
---------++++++++--------