নেংটি ছেঁড়া পুচকে ইঁদুর
জান্ কাঁপে তার ডরে,
নিজেই ফোঁড়া তৈরি করে
বিষের জ্বালায় মরে।
কুয়োর মাঝে আকাশ দেখে
যেমন কোলা ব্যাঙ,
শুকনো বিলে সাগর দেখে
কই টাকি আর চ্যাং।
নিজেই ভাবে বনের রাজা,
বাপ চেনে না, বাপ,
আঁধার ঘরে শুয়েই ভাবে
ঘর পুরোটায় সাপ।
বিশেষ জাতের এসব প্রাণী
বুকের ভেতর কালো,
সাধ্যমতো এদের থেকে
দূরে থাকাই ভালো।