নবনীতা, প্রিয়া মোর কোথা তুমি বল না,
জানি তুমি অতি কাছে, এ নিছক ছলনা।
ও আঁখির পল্লবে কি আবীর ছড়ালে,
অজানা সে আবেশে কি মায়ায় জড়ালে।
গোলাপী সে ঠোঁট যেন পুষ্পিত কাননে,
সুবিশাল নীলাকাশ মন আর মননে।
কাজলের কালো চোখ যেন দুটি পদ্ম,
মায়াময় সরোবরে ফুঁটেছে সে সদ্য।
অতি ভালোবাসি বলে জাগে মনে শঙ্কা,
থেকে থেকে হৃদে বাজে হারাবার ডঙ্কা।
যতক্ষণ পাশে থাকো সুখে ভাসে বিশ্ব,
না দেখার ক্ষণকালে আমি হই নিঃস্ব।
নীলিমার ঐ নীলে যদি থাকো দাঁড়িয়ে,
তবু রবো মোহনায় দু'টি হাত বাড়িয়ে।
এ পাগলে ছেড়ে কভু দূরে যেতে পার না,
এ আমার বিশ্বাস, নয় শুধু ধারণা।
---------+++++++-------